ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই
Published : Wednesday, 21 September, 2022 at 1:26 PM
বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেইবলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর দেড় মাস চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে মৃত্যু হয় এ কৌতুকশিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত ১০ আগস্ট হৃদ্‌রোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয়। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজুকে। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। জ্ঞান ফিরেছিল। তবে গত ১ সেপ্টেম্বর আবার শারীরিক অবনতি হতে থাকে।

হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগের চিকিৎসাধীন রাজুর হঠাৎই জ্বর আসতে শুরু করে। ঝুঁকি না নিয়ে রাজুকে লাইফসাপোর্ট সিস্টেমে রাখেন চিকিৎসকেরা। গত ২০ দিন সেভাবেই চিকিৎসা চলছিল কৌতুকাভিনেতার। বুধবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, হার্ট অ্যাটাকের পর প্রথমে রাজুর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। দু’টি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও রাজু সুস্থ হননি। প্রায় ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর জ্ঞান ফেরে রাজুর। গত ১ সেপ্টেম্বর রাজু আবার অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে বুধবার সকাল পর্যন্ত লাইফসাপোর্ট সিস্টেমেই রাখা হয়েছিল রাজুকে।