ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রয়টার্সের প্রতিবেদন
মিয়ানমারে জান্তাবিরোধী পোস্টে লাইক-শেয়ার দিলেও ১০ বছরের কারাদণ্ড
Published : Wednesday, 21 September, 2022 at 8:52 PM
মিয়ানমারে জান্তাবিরোধী পোস্টে লাইক-শেয়ার দিলেও ১০ বছরের কারাদণ্ডমিয়ানমারে জান্তা সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র জও মিন তিন বলেছেন, সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে কোনো সন্ত্রাসকে সমর্থন করে পোস্ট দেয়া, শেয়ার দেয়া এমনকি এই ধরনের কোনো পোস্টে লাইক দিলেও ১০ বছরের কারাদণ্ড দেয়া হবে।

গতকাল মঙ্গলবার ঘোষণায় এমনটাই জানানো হয়েছে। জও মিন তিন আরও বলেন, নিরপরাধ মানুষদের হত্যা করে মিয়ানমারকে অস্থিতিশীল করার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে সন্ত্রাসীরা। এদের সমর্থকদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মিয়ানমারের এই তথ্যমন্ত্রীর ঘোষণায় আরও বলা হয়, জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) অথবা এর সশস্ত্র সহযোগীদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালালে ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে আর্থিক জরিমানাও হতে পারে। 
রয়টার্স