ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পাঁচ অপহরণকারী আটক
Published : Thursday, 22 September, 2022 at 12:00 AM, Update: 22.09.2022 12:45:40 AM
কুমিল্লায় পাঁচ অপহরণকারী আটক
কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা হালুয়াপাড়া এলাকা হতে পাঁচ অপহরণকারীকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে আটক ওই পাঁচ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ( তদন্ত) হানিফ সরকার।

তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে নগরীর দক্ষিণ চর্থা হালুয়াপাড়া এলাকায় হাজারী হাউস নামে একটি বাড়ির সামনে থেকে শাহিন আলম নামে এক ব্যক্তিকে অপহরণ করে। অপহরনকারীরা মুক্তিপণ হিসেবে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই রাতে অপহৃত ব্যক্তির স্ত্রী শিউলি আক্তার আট জনের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেন।

ওই মামলার প্রেক্ষিতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে দক্ষিন চর্থার কাজী রাজিব হাসানের পুত্র কাজী রেজাউল হাসান সজিব, একই এলাকার মৃত আফতাব উদ্দিনের পুত্র মনিরুদ্দিন মুন্না, রাজাপাড়ার মফিজুল ইসলামের পুত্র মো: লিটন এবং দক্ষিন চর্থার মৃত এরশাদ মিয়ার পুত্র আনিস আহমেদ সানি এবং দক্ষিন চর্থার বড়পুকুর পাড়ের আহসান উল্লাহ খানের পুত্র ফিরোজ খান পিন্টুকে আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি ও তথ্যমতে অপহৃত ব্যক্তি শাহিন আলমকেও উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।