ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনার পঞ্চম ঢেউয়ে সর্বোচ্চ শনাক্তের হার
Published : Thursday, 22 September, 2022 at 12:00 AM, Update: 22.09.2022 12:47:29 AM
করোনার পঞ্চম ঢেউয়ে সর্বোচ্চ শনাক্তের হার
গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৬১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৪ হাজার ৩৫১ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭৩, যা পঞ্চম ঢেউ নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ।

এর আগের দিন মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩।

এসময়ে করোনাভাইরাস শনাক্ত হয়ে কারও মুত্যু ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টানা ১৫ দিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের ওপরে থাকায় দেশে পঞ্চম ঢেউ নিশ্চিত হয় রোববার।

দেশে করোনার চতুর্থ ঢেউ শুরুর পর ১১ আগস্ট প্রথমবারের মতো শনাক্ত হার ৫ শতাংশের নিচে নামে। ওইদিন ৪ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ। তার পর থেকে এই হার ওঠানামা করলেও তা ৫ শতাংশ ছাড়ায়নি।

কিন্তু ৫ সেপ্টেম্বর থেকে বদলে যায় দৃশ্যপট। বাড়তে থাকে করোনা সংক্রমণ। ১৪ দিন ধরে তা ঊর্ধ্বমুখী। মাঝে এক-দুদিন শনাক্তের হার কমলেও তা কখনও ৫-এর নিচে নামেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলা যায়।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে কারো মৃত্যু না হওয়ায় মো মৃত্যু ২৯ হাজার ৩৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২২০ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।