Published : Thursday, 22 September, 2022 at 5:10 PM, Update: 22.09.2022 5:12:43 PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাফজয়ী বাংলাদেশ নারী দলের কয়েক সদস্যের ডলার-টাকা ও কিছু জিনিসপত্র খোয়া গেছে। এ নিয়ে ভীষণ মন খারাপ সবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এ প্রসঙ্গে কথা বলেছেন সংবাদ মাধ্যমে।
‘এটা খুবই হতাশার। এরকম একটা ঘটনা অবশ্যই প্রত্যাশিত নয়। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। জানার পরই আমরা সিভিল এভিয়েশনকে জানিয়েছি। তদন্ত চলছে, দেখা যাক।’- সর্বশেষ অবস্থা তুলে ধরেছেন কিরণ।
টাকা ও জিনিসপত্র কখন চুরি গেছে, এমন প্রশ্নে বাফুফের এই কর্তা বলেছেন, ‘লাগেজগুলো যখন বাফুফেতে এসেছে, মেয়েরা যখন রিসিভ করেছে, তখন ওরা দেখতে পেরেছে।’
বাফুফে ভবনের সিসিটিভি ফুটেজ দেখার কথাও বললেন তিনি, ‘বাফুফের সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে। সবচেয়ে বড় কথা এয়ারপোর্ট থেকে লাগেজগুলো আনার পর পুলিশ পাহারায় ছিল। লাগেজের যে কাভার্ড ভ্যান তার পেছনে আমাদের বাফুফেরও দুটি গাড়ি ছিল। ওখানে যত রকম নিরাপত্তা ব্যবস্থা করা যায়, সেটা করেই কিন্তু আমরা বাফুফে ভবনে এনেছি। বাফুফে ভবনে যেখানে রাখা ছিল সেখানে সিসিটিভি আছে। ফুটেজ দেখবো।’
কার কত ডলার হারানো গেছে, সেটি জানাতে গিয়ে কিরণ বলেছেন, ‘কৃষ্ণা রানী সরকার, তার ছিল ৯০০ ডলার। শামসুন্নাহার সিনিয়র তার ছিল ৪০০ ডলার। আমরা যখনই জানতে পারলাম টাকাগুলো তারা পাচ্ছে না, তাদের ব্যাগের তালা খোলা ছিল। সঙ্গে সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জানানো হয়েছে, সিভিল এভিয়েশনকেও জানানো হয়েছে। বিমানবন্দর ও মতিঝিল থানাতেও জিডির জন্য লোক পাঠিয়ে দিয়েছি। উনারা আজকের ভেতরে পরিষ্কার করবেন।’
ক্ষতিপূরণের কথাও উঠে এলো কিরণের কণ্ঠে, ‘অবশ্যই, ওরা বাচ্চা মেয়ে। ওদের জন্য এটা অনেক টাকা। এটা না পাওয়া গেলে অবশ্যই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’