চান্দিনায় অসাম্প্রদায়িক চেতনায় শারদীয় উৎসব পালিত হবে--অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি
Published : Friday, 23 September, 2022 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- ‘ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং সকলের সহযোগিতায় অসাম্প্রদায়িতক চেতনায় চান্দিনাতেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।’
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব প্রশাসনের পাশাপাশি প্রতিটি জনপ্রতিনিধি তার স্ব-স্ব এলাকার দায়িত্ব নিয়ে পরিদর্শনের পাশাপাশি আইন-শৃঙ্খলার সুরক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে হবে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার খলিলুর রহমান ভূইয়া, পৌরসভার মেয়র আলহাজ্ব শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক আইচ, সহ-সভাপতি শ্রীধর চন্দ্র বনিক, বাসক চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, পৌর কাউন্সিলর আব্দুর রব, কেরনখাল ইউপি চেয়ারম্যান মোঃ সুমন ভূইয়া,জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক কুমিল্লার কাগজ চান্দিনা প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিষদর সাবেক কমান্ডার হাজী আব্দুল মালেক,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আরিফ বিল্লাহ, চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষর, চান্দিনা থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, এবছর চান্দিনা উপজেলার পৌরসভায় ১৩টি, শুহিলপুর ইউনিয়নে ২টি, বরকইট ইউনিয়নে ৩টি, বরকরই ইউনিয়নে ৪টি, এতবারপুর ইউনিয়নে ২টি,কেরনখাল ইউনিয়নে ৫টি, মাধাইয়া ইউনিয়নে ১টি, মহিচাইল ইউনিয়নে ৯টি, মাইজখার ইউনিয়নে ১৩টি,বাড়েরা ইউনিয়নে ৭টি, গল্লাই ইউনিয়নে ১০টি,দোল্লাই নোয়াবপুর ইউনিয়নে ১টি, জোয়াগ ইউনিয়নে ২টি সহ মোট ৭২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এসময় উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেস চন্দ্র দাশ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান,সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।