দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Published : Friday, 23 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলামকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে তাকে পৌর এলাকার বারেরা (খোদাইচর) ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাসরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, আবদুস সালামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর পুত্র মো. হাফিজুুল ইসলাম জানান, তার পিতা গত বুধবার রাত ১১ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এর আগে গত ১৯ আগস্ট ব্রেনস্টোক করেন। পরে আমারা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করি। মাঝখানে তিনি সুস্থ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসি। বুধবার রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন সুজাত আলী’র সাথে দেবিদ্বারের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছেন।