মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত শাওন মারা গেছেন
Published : Friday, 23 September, 2022 at 12:00 AM
মুন্সীগঞ্জের মোক্তারপুরে বুধবার (২১ সেপ্টেম্বর) বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত শাওন খান (২২) বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিএনপির দাবি, শাওন তাদের দলীয় কর্মী।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে উদ্ধৃত করে শাওনের মৃত্যুর খবরটি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, খবর পেয়ে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন।
তিনি আরও জানান, শুক্রবার নয়া পল্টনে নিহত শাওনের জানাজা হবে।