Published : Friday, 23 September, 2022 at 12:00 AM, Update: 23.09.2022 1:40:21 AM
কুমিল্লা
জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২
সেপ্টেম্বর পুলিশ লাইন্স শহীদ আর.আই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে এ সভা
অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ
সুপার আব্দুল মান্নান। তিনি কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন
দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
একই দিনে জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে
পুলিশ লাইন্স শহীদ আর.আই.এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে মাসিক অপরাধ সভাও
অনুষ্ঠিত হয়। সভায় জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের
স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদ মর্যদার পুলিশ অফিসারকে সনদপত্র ও ক্রেস্ট
প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল মান্নান।
মাসিক অপরাধ সভায়
আগস্ট মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ
অস্ত্র উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ
মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণীসহ আগস্ট মাসের রুজুকৃত,
তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার
বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা
গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।