ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সারাদেশে হতে পারে বজ্রসহ বৃষ্টি
Published : Sunday, 25 September, 2022 at 2:31 PM
সারাদেশে হতে পারে বজ্রসহ বৃষ্টিসারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, এ সময় দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

কুড়িগ্রামের রাজারহাটে রোববার দেশের সর্বনিম্ন ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় যশোরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় রাঙ্গামাটিতে ৩৩, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬, নীলফামারীর ডিমলায় ২১, কক্সবাজারের টেকনাফে ১৮ ও কুতুবদিয়ায় ১২ এবং নোয়াখালীর হাতিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়। 
রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, রাজারহাট, নেত্রকোণা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, বাগেরহাটের মোংলা এবং ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে।