Published : Wednesday, 28 September, 2022 at 2:31 PM, Update: 28.09.2022 3:02:48 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ যানজট শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরিপুর পর্যন্ত যানজট
উঠানামা করছে। সকাল থেকে ঢাকামূখী লেনে প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কজুড়ে
যানজট তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমলেও আবার বেড়ে যায়।
বর্তমানে এ ২৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলা এলাকায় যানজটের পরিমাণ
১০-২০ কিলোমিটারে উঠানামা করছে। এতে যানবাহনের যাত্রী, চালক ও জরুরী
চিকিৎসার জন্য ঢাকা রওনা দেওয়া রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করছে। গত দুদিন ধরে আমিও রাস্তায় আছি। চেষ্টা করছি যানজট নিরসনের।
কুমিল্লার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়কের দাউদকান্দির অংশে সংস্কার কাজ চলছে। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজটপ্রবণ এলাকায় মাইকিং করছি। অলটারনেটিভ হিসেবে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। আমরা জনগণের ভোগান্তি দূর করতে কাজ করছি। কাজ শেষ হওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। সংস্কার কাজ শেষ হতে আরও অন্তত পাঁচ-ছয় মাস সময় লাগতে পারে।