খুলনার কয়রায় বিয়ে না দেওয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বিচ্ছিন্ন হয়েছে বড় ভাইয়ের একটি হাত। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার মেঘারাইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই শাকিল হোসেনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শাকিল এলাকার একটি মেয়েকে পছন্দ করেন। ওই মেয়ের সঙ্গে তাকে বিয়ের দিতে বেশ কিছুদিন ধরে বড় ভাই শাহাদাৎ হোসেনকে বলছিলেন। কিন্তু এতে রাজি হচ্ছিলেন না বড় ভাই। এ নিয়ে শাকিলের মনে ক্ষোভ ছিল। সকালে ঘেরের মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সামান্য বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাকিল ঘর থেকে দা বের করে কুপিয়ে বড় ভাইয়ের বাম হাত বিচ্ছিন্ন করে ফেলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রা থানার ওসি এবিএম দোহা বলেন, এলাকার মানুষ জানিয়েছে শাকিলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় ক্ষোভের বশে এ ঘটনা ঘটিয়েছেন। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।