ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সমালোচনা পাশ কাটিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও বুবলী
Published : Saturday, 1 October, 2022 at 12:41 PM, Update: 01.10.2022 1:32:20 PM
সমালোচনা পাশ কাটিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও বুবলীব্যক্তিগত জীবনে আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান ও বুবলী। শনিবার সকাল থেকে তারা দুজন ঢাকার একটি পাঁচতারা হোটেলে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে অংশ নেন।


কড়া নিরাপত্তায় শাকিব-বুবলীর শুটিং চলছে। 

সেখানে দেখা যায়, বেশ ফুরফুরে আমেজে শাকিব-বুবলী শুটিং করছেন। কালো পোশাকে গানের শুটিং করতে দেখা যায় আলোচিত এই দুই চিত্রতারকাকে।

এর আগে সোমবার পরিচালক তপু খান জানিয়েছিলেন, ‘লিডার’র বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে।

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

দুই শতাধিক নাটক, বিজ্ঞাপন বানানোর পর ‘লিডার’র মাধ্যমে প্রথমবার ছবি বানালেন তপু খান। গেল বছর নির্মাণের শুরু থেকে আলোচনায় এ ছবিটি। পরিচালক জানান, এই বছরেই ‘লিডার’ মুক্তি পাবে এটা নিশ্চিত।
সূত্র- চ্যানেলআই অনলাইন