Published : Saturday, 1 October, 2022 at 12:59 PM, Update: 01.10.2022 1:05:32 PM
কুমিল্লায় উপ মহাদেশের প্রখ্যাত সংঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। শনিবার সকালে নগরীর চর্থায় শচীন দেব বর্মনের বাড়িতে স্থাপিত শিল্পীর মুর্যােলে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশ্রাফী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদসহ অন্যরা।
পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্পীর মূরালে পুষ্পস্তবক অর্পন করেন।