শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে কুমিল্লা দেবিদ্বার উপজেলা ও পৌরসভাস্থ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান (বিপিএম বার)। শনিবার রাত সাড়ে ৯ টায় তিনি দেবিদ্বার পৌর এলাকার কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন। এর আগে তিনি মোহনপুর ইউনিয়নের দুটি মণ্ডপ পরিদর্শন করেন। উক্ত সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান দেন। বক্তব্যে পুলিশ সুপার বলেন, বছর ঘুরে আবারো এসেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে। প্রতিটি মন্দিরে পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে। আপনাদের নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছেন। আপনারা আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। তিনি আরও বলেন, গত বছর কুমিল্লায় একটি দুর্ঘটনা ঘটেছে, এ বিষয়টি আমাদের মাথায় রয়েছে, এমন ঘটনা যাতে পুনরায় আর না ঘটে সে জন্য পুলিশ ও আনসার সদস্যরা সজাগ দৃষ্টি রাখবেন। পরে তিনি মণ্ডবে ফল বিতরণ করেন।