ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
Published : Monday, 3 October, 2022 at 1:05 PM
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধারফেনীর সোনাগাজী পৌর এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ অক্টোবর) বিকেলে সোনাগাজী পৌরসভার ৭ নম্বর চরগনেশ ওয়ার্ডের আঞ্চলিক হাঁস প্রজনন খামার সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেলে তারা হাঁস প্রজনন খামার এলাকায় অপরিণত একটি নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। সন্ধ্যায় নবজাতকটি স্থানীয় পৌর কাউন্সিলের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।