ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল
Published : Wednesday, 5 October, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সারাবিশ্বে রোল মডেল। দেশে শত বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছ?েদ্য একটি অংশ। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানুষের কল্যাণ। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। "ধর্মীয় বা জাতিগত ভেদাভেদে ভুলে আমাদের এ সম্প্রীতির বন্ধন যাতে  অটুট থাকে যুগ যুগ ধরে। ফতেহাবাদের একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এমপি রাজী ফখরুল বলেন, এ গ্রাম আমার। এ গ্রামের মাটিকে আমি ভালোবাসি। এখানে যারা বসবাস করছে মুসলিম-হিন্দু সকলেই আমার ভাই। এ গ্রামের উন্নয়নে আমি যা করেছি আপনাদের সকলেরই জানা আছে। আরও যা যা লাগবে তাও দেওয়া হবে। তবুও আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা প্রতিকেকে ভোট দিতে হবে। এসময় উপস্থিত সবাই হাত তুলে নৌকা প্রতিকে ভোট দেয়ার অঙ্গিকার করেন। গত সোমবার রাতে ও মঙ্গলবার দিনে দেবিদ্বার উপজেলার বিভিন্ন পুজামণ্ডপে পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তীর সঞ্চালনায় পূজামণ্ডপ পরিদর্শনে আরও বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জি. নুরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে তিনি মণ্ডবে দায়িত্বরত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহার হিসেবে শাড়ি কাপড় তুলে দেন।