কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতরে খাল পার হওয়ার সময় পানিতে পড়ে সাইমুন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রাম এ ঘটনা ঘটে। সাইমুন একই এলাকার নূরুজ্জামানের ছেলে। সে স্থানীয় নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাইমুন তার বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে কলমির শাক তোলার জন্য সাঁতরে খাল পাড়ি দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।