ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা মহানগর ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডেভিলস পার্ক
খেলাধুলায় জড়িতরা কখনো মাদকে জড়িত হবে না: মেয়র রিফাত
তানভীর দিপু
Published : Friday, 7 October, 2022 at 8:37 PM
কুমিল্লা মহানগর ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডেভিলস পার্ক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেছেন, যারাই খেলা ধুলার সাথে জড়িত তারা কখনো মাদকের সাথে জড়িত হবে না। আমাদের কুমিল্লা জেলা যেহেতু ভারত সীমান্তবর্তী আমাদের এই এলাকায় মাদকের প্রভাব বেশি। তাই সবাইকে সচতেন হতে হবে, তরুণ প্রজন্ম যেন বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকে সে ব্যবস্থা করতে হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন খুব শীঘ্রই কুমিল্লাতে বড় আয়োজনে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। যারাই খেলাধুলা করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার মহোদয় রয়েছেন, আমরা সবাই ক্রীড়াপ্রেমীদের পৃষ্ঠপোষকতা করবো।
মেয়র রিফাত গতকাল বিকালে কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহ মাঠে মহানগর স্পোর্টিং ক্লাব আয়োজিত মহানগর ফুটসাল সুপার কাপ-২০২২ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে ড্রেসিংরুম 2.0।
তিনি আরো বলেন, মহানগর স্পোর্টিং ক্লাব ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেছে- তাদের অভিনন্দন। তারা ভবিষ্যতে যে কোন খেলাধুলায় সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ভুইয়া, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী।
টুর্নামেন্টের ফাইনালে ভেলিয়েন রেপটর্সকে ১-০ গোলে হারায় ডেভিলস পার্ক। টুর্নামেন্টের টপ স্কোরার নির্বাচিত হন ডেভিলস পার্কের সাব্বির। সেরা খেলোয়ার নির্বাচিত হন একই দলের কামরুল। অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, পূজার বন্ধে কুমিল্লা ঈদগাহ মাঠে ছোট আকারের মাঠে ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে মহানগর স্পোর্টিং ক্লাব। ৮টি গ্রুপে ৩২টি দল অংশ গ্রহন করে। সবাই কুমিল্লা নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের ফুটবলপ্রেমী। প্রতিদলে ৬ জন করে খেলোয়ার ছোট আকারের মাঠে খেলায় অংশ নেয়। ৪০ মিনিটের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়।  
কুমিল্লা মহানগর ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডেভিলস পার্ক মহানগর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাবিব আমিন বলেন, আমাদের ইচ্ছা এধরনের টুর্নামেন্টের মাধ্যমে কুমিল্লা জিলা স্কুলসহ বিভিন্ন স্কুল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা। তাদেরকে যদি আমরা জেলা ফুটবল এসোসিয়েশনের নজরে আনতে পারি তাহলে এখান থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরী সম্ভব। এর আগেও আমরা কুমিল্লা জিমনেসিয়ামে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আশা করি আগামী আমরা সফল ভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারবো।