ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ১০ বছর পলাতক থেকে র‌্যাবের হাতে ধরা
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM
১০ বছর ধরে পলাতক ছিলেন মো. হযরত আলী (৩২)। তিনি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
সবশেষ শুক্রবার (৭ অক্টোবর) সকালে গাজীপুর জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, ২০১২ সালে রমনা থানায় মাদক মামলা হয় হযরত আলীর বিরুদ্ধে। এরপর থেকে দীর্ঘ ১০ বছর গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, হযরত আলী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি নিজ হেফাজতে বিপুল পরিমাণ মাদক রেখে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করতেন।