ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং মোকাম ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র‌্যালি
Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক  বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নিমসার বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিপাদ্য বিষয় হল নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরম শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব। যে কোন তথ্যের জন্য নিকটস্থ নিবন্ধন কার্যালয়ে যাব।  নাগরিক অধিকার করতে সুরক্ষন ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করব।
 র‌্যালীতে নেতৃত্ব দেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন সাংবাদিক, মেঃ শাহ আলম, আবাদ মিয়া, জসিম উদ্দিন, অহিদুর রহমান, হিসাব রক্ষক মোঃ সেলিম রেজা, হিসাব সহকারী বরিউল আউয়াল, মাহাবুব মিয়া, আবু আহাম্মদ ও আরিফ প্রমুখ।