Published : Saturday, 8 October, 2022 at 12:00 AM, Update: 08.10.2022 12:57:34 AM
আন্তর্জাতিক অস্থিরতার কারণে আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ঘাটতি মোকাবিলার জন্য তেল-গ্যাস আমদানির বিকল্প কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না।
শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নসরুল হামিদ এ কথা বলেন।
বিদ্যুৎ বিপর্যয় নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কেন হঠাৎ জাতীয় গ্রিডে এই সমস্যা দেওয়া দিয়েছে সেটা চট করে বলা যাবে না।
তদন্ত কমিটি কাজ করছে। তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
দেশে চলমান লোড শেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, লোড শেডিং আগের চেয়ে কমেছে। তবে এখনো দিনে ৫০০-৭০০ মেগাওয়াট হচ্ছে।
জাতীয় গ্রিড বিপর্যয় নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব বাজে কথা। রাজনৈতিক লোকদের টেকনিক্যাল বিষয়ে কথা বলা ঠিক না। তাদের সময় বিদ্যুতের কোনো উৎপাদন ছিল না।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দুবছরের মতো সময় লাগবে। সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও জানান তিনি।