কক্সবাজারের উখিয়ায় সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যার সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সুইমিংপুলের এ ঘটনা ঘটে।
মারিয়া চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি সপরিবারে কক্সবাজার বেড়াতে এসে ইনানীর কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলে উঠেন। সন্ধ্যায় সুইমিংপুলে গোসল করতে নেমে সবার অগোচরে শিশুটি ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) নাভিদ আহসান চৌধুরী এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, এরকম কিছু একটা ঘটেছে, তবে তা সবিস্তারে জানবেন আমাদের নিরাপত্তা কর্মকর্তা। ওনার সঙ্গে কথা বলেন।