Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:40:20 AM

সিরাতুন্নবী
(সা:) মাহফিলে সংগঠনের সভাপতি হাফেজ মাও: আমিন উল্লাহ এর সভাপতিত্বে এবং
সেক্রেটারী হাফেজ মাও: সুলাইমান, মুফতি আবুল বাসার, মাও: আব্দুল্লাহ আল
মামুন মোস্তফী ও কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সেক্রেটারী
মাও: সৈয়দ আব্দুল কাদের জামাল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন
কুমিল্লা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আরফানুল হক রিফাত। বিশেষ
অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানাল মেয়র জনাব হাবিবুর আল আমীন
সাদী ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মনজুর কাদের মনি। উপস্থিত ছিলেন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর রুহুল আমিন
ভূঁইয়া। মাহফিলে প্রিয় নবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে,
মুফতী মুশতাকুন্নবী। তিনি বলেন, নবী (সা:) এর মোহাব্বত ও ভালোবাসা হলে
প্রকৃতপক্ষে নবীর অনুসরণ-অনুকরণ। যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা
অবশ্যই নবীজী মুহাম্মদ (সা:) কে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ
হিসেবে মেনে নিতে হবে এবং তাঁর অনুসরণই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি
পাওয়ার একমাত্র মাধ্যম। মাহফিলে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন,
নবীর অনুসরণ করতে গিয়ে সাহাবায়েকেরামকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি তাঁরা
নিজের জীবনকেও বিলীন করে দিয়েছেন অকাতরে। সিরাত মাহফিলে মূল আলোচনা
উপস্থাপন করেন আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসাইন। তিনি নবীজীর মদিনা রাষ্ট্র
প্রতিষ্ঠা ও পরিচালনায় মদিনা সনদের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ব শাস্তি
প্রতিষ্ঠায় নবীজীর বিভিন্ন কর্মপদ্ধতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
‘কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ’ প্রতিষ্ঠা,
প্রয়োজনীয়তা ও অবদান বিষয়ে আলোচনা পেশ করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও
প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলার সভাপতি হাফেজ
মাও: মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মাও: আব্দুর রাজ্জাক কাসেমী, হাফেজ মাও:
মনির হোসাইন, মাও: আব্দুল কুদ্দুস, মুফতী শামছুল ইসলাম জিলানী, মাও:
খলিলুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মাও: আব্দুুস সালাম শরাফতি, মুফতী
তাওহীদুল ইসলাম, মুফতী ইমাম হোসাইন, মাওলানা মাহফুজুর রহমান, মুফতী আবু
তাহের, হাফেজ হুমায়ুন কবীর পাহাড়পুরী, মাওলনা মোশাররফ হোসাইন, মাওলানা
সফিউল্যাহ, হাফেজ মাও: দোলোয়ার হোসাইন, মাও: মাহমুদুল হাসান সহ সংগঠনের
অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সভায় নবীজির খতমে নবুয়ত ও কাদিয়ানীদের অমুসলিম
ঘোষণা সহ ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন দাবি ও কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা
দাবী তুলে ধরেন। সংগঠনের সভাপতি হাফেজ মাও: আমিন উল্লাহ। কুমিল্লা জেলা
কওমী মাদ্রারাসা সংগঠনের সভাপতি, শায়খুল হাদীস আল্লামা নূরুল হক সাহেব
দেশ-জাতির শান্তি,সফলতা কামিয়াবী কামনা করে আখেরী নসিহত ও দোয়া প্রদানের
মাধ্যমে উক্ত সিরাতুন্নবী (সা:) মাহফিল সমাপ্ত হয়।