Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:40:29 AM

জীবনযাত্রার
ব্যয়বৃদ্ধির ও দুর্নীতির বিরুদ্ধে এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির
প্রতিবাদ সমাবেশে হামলায় নিহত আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান, শহিদুল
শাওন, আব্দুল আলিম-এর প্রতি শ্রদ্ধা জানাতে শোক র্যালি করেছে কুমিল্লা
দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠন। সোমবার বিকালে নগরীর রামঘাট
পৌর মার্কেট থেকে শুরু করে কান্দিরপাড় লিবার্টি মোড়ে জেলা বিএনপি কার্যালয়ে
গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যদের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির
আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম
আহ্বায়ক জসিম উদ্দিন ভিপি, নজরুল ইসলাম ভিপি, সদস্য প্রফেসর নেছার আহমেদ,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম, জেলা যুবদল সাধারণ সম্পাদক
আনোয়ারু হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর
রহমান শিশির, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক
তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফানুল হক বাবুসহ অন্যান্যরা।
র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সদস্য সচিব
ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে মহানগর
বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল
কাইয়ুম।