Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:40:38 AM

নিজস্ব
প্রতিবেদক: মো: রফিকুল ইসলাম (সুয়া মেম্বার) কে আহ্বায়ক ও কাজী মো: গিয়াস
উদ্দিনকে সদস্য সচিব করে মোট ৪১ সদস্য বিশিষ্ট্য কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্য সদস্যরা হলো
যুগ্ম আহ্বায়ক মো: হানিফ, মো: হুমায়ুন কবির, মো: আবুল কালাম, মো: ফরিদ
উদ্দিন মজুমদার, মো: শামছুল হক মজুমদার, মো: সেলিম মজুমদার, মো: আবুল
ফারুক, মো: মোস্তফা কামাল, মো: আনোয়ার উল্লাহ, মো: আমির হোসেন গাজী, মো:
আবু বকর, মো: সাইফুল ইসলাম, মো: আবদুস ছোবহান, মো: আবুল বাশার, যুগ্ম সদস্য
সচিব মো: কামাল হোসাইন, নির্বাহী সদস্য মো: শহিদুল্লাহ মজুমদার, মো: আবদুল
মালেক, মো: মফিজুল ইসলাম, মো: মোস্তফা, মো: আবুল হাসেম (কাশেম), মো: আবুল
হাসেম, মো: মোফাজ্জর আহম্মেদ, মো: তফাজ্জল হোসেন, মো: আবদুল হালিম, মো:
আব্দুস ছোবহান, মো: আবুল হাশেম, মো: আমিনুল ইসলাম, মো: আবু জাফর, মো: কবির
হোসেন, মো: শহিদ মিয়া, মো: জসিম উদ্দিন, মো: জাকির হোসেন (কিছমত), মো:
সেলিম মিয়া (উত্তর বিজয়পুর), মো: সেলিম মিয়া (মধুশ্চর) মো: আব্দুল মান্নান
(ধানোড়া), মো: মোস্তফা খান, মো: শাহাজাহান, মো: সেলিম (কচরাইছ), মো: রফিকুল
ইসলাম। কমিটির পক্ষ থেকে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি
মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা
জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন। কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপি
নেতা এড. মুহাম্মদ আখতার হোসেন, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, ওমর
ফারুক চৌধুরী ও মো: ইউসুফ আলী মীর (পিন্টু) ।