স্তন ক্যান্সারের সচেতনতায় কুমিল্লায় শোভাযাত্রা
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:40:43 AM

স্তন
ক্যান্সারের সচেতনতায় কুমিল্লা ট্রমা সেন্টারের উদ্যোগে গোলাপী সড়ক
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’- এ স্লোগানে গতকাল ১০
অক্টোবর সোমবার সকাল ৮টায় নগরীর নজরুল এভিনিউ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে
শহরের বিভিন্ন স্থান পদক্ষিন করে। এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ট্রমা
সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: মো: আব্দুল হক। আরো উপস্থিত
ছিলেন মেডিকেল ডিরেক্টর মো: সফিউল্লাহ, ডিজিএম মো: ইসমাইল হোসেন, ম্যানেজার
এইচএম তাইজুর রব, মার্কেটিং ম্যানেজার মো: আ: রাজ্জাকসহ ট্রমা সেন্টারের
তিন শতাধিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।