ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 1:40:49 AM
ব্রাহ্মণপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আকলিমা বেগম উপজেলার সাহেবাবাদ পূর্বপাড়া এলাকার রমজান মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আকলিমা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার দিন ভোররাতে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আকলিমা। অনেকক্ষণ যাবত সে ফিরে না-আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে পাশের পুকুরে গেলে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। অন্যদিকে নিহত আকলিমা বেগমের মা তাসলিমা আক্তার দাবী করেন এটা হত্যা। তিনি বলেন, 'আমাদের মেয়েকে শ্বাসরুদ করে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান রুবেল বলেন ' অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি সত্য। আমি পুলিশ পাঠিয়েছি, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই মৃত্যুর কারণ জানা যাবে।'