বুড়িচংয়ে ১২০ বোতল স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল জাতীয় স্কাপ সিরাপসহ এক যুবক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মারুফ রহমান জানান- থানার এসআই মাহাবুব ও এসআই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ১১ অক্টোবর বেলা ২ টা ১০ মিনিটের সময় বুড়িচং বাকশীমূল
ইউনিয়নের লোহাইমুড়ি সাকিনস্থ মোনাফ সিএনজি পাম্পের সামনে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে আসছিল। চেকপোস্ট ডিউটি পালনকালীন সময়ে কুমিল্লা টু বাগড়াগামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত ইজি বাইককে
সিগন্যাল দিয়ে থামায়। এসময় তল্লাশী চালিয়ে এক যুবক ও ইজি বাইকের ভেতরে রাখা ১২০ বোতল ফেন্সিডিল জাতীয় স্কাপ সিরাপসহ ইজিবাইকটিকে জব্দ করে। আটককৃত ওই যুবকের নাম মো. রাসেল (১৯)। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের পিতা- ময়নাল হোসেন ওরফে ভুট্টু ও মাতা- মরিয়ম বেগমের সন্তান।
এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় একটি মামলা দায়ের করা হয়েছে।