ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাসানের দুটি কিডনি প্রায় অকেজো উন্নত চিকিৎসা সহায়তায়  এগিয়ে আসুন
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ।।
কুমিল্লার চান্দিনায় মো. হাসান (৩৫) নামে এক যুবক দীর্ঘ ১০ বছর যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে রয়েছেন। তার দুটি কিডনি প্রায় অকেজো। উন্নত চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা অসম্ভব।
হাসান উপজেলার হারং উত্তর পাড়া এলাকার মো. সালাম এর ছেলে। ৩ ভাই ৩ বোনের মধ্যে হাসান দ্বিতীয়। কিডনি রোগে আক্রান্ত হাসানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পরেছে। তার উন্নত চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে ৫০ লক্ষ টাকা। কিডনি রোগে আক্রান্ত মো. হাসান এর চিকিৎসায় সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন তার পরিবারের সদস্যদের।
বর্তমানে হাসান ভারতের হায়দ্রাবাদের এশিয়ান ইন্সটিটিউট অফ ন্যাপরোলজী এন্ড ইউরোলজী হাসপাতালে ডা. বিশাল ঘোলাই এর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। এর আগে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা গ্রহণ করেছেন।
বর্তমানে হাসানের পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে  পরিবার। বিক্রি হয়ে গেছে নিজের জমি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।
হাসানের স্ত্রী খাদিজা আক্তার স্বামীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৮৪৭-৩০৪০৭৮)। সাহায্য পাঠাতে পারেন মো. হাসান, সঞ্চয়ী হিসাব নং- ২০৫০৩১৪০২০২৪২১২০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, চান্দিনা শাখা, কুমিল্লা। বিকাশ নং ০১৮১১-১৬০৭০৩।