ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে জশনে জুলুছ ও আলোচনা সভা
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের আয়োজনে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে  ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া, আলোচনা সভা ও জশনে জুলুছ বের করা হয়।
জশনে জুলুছটি কুতুব নগর ঘোড়া মারা হতে বের হয়ে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়কে ২২ শতাধিক পিকআপ, মোটর সাইকেল, সিএনজি বহর নিয়ে প্রদক্ষিণ করে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন ফকির বাজার-মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে এসে মিলাদ ও তাবারকের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
সভাপতিত্ব করেন রেজভী মাওলার প্রিয় খলিফা, আশেকে রাসুল পীরে কামেল, শাহসূফী, হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল কাদেরী(মাঃ জিঃআঃ)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন কুতুব নগর ঘোড়া মারা সদর কুমিল্লার গাজী ফারুক হোসাইন রেজভী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ  শাহজাহান চেয়ারম্যান, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, কুমিল্লা জেলা রেজভীয়া দরকার শরীফের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মেম্বার, আশেকে রাসুল মুফতি, প্রধান শিক্ষক রেজভীয়া হোসাইনীয়া দাখিল মাদ্রাসা শহীদুল্লাহ্ রেজভী সুন্নী আল কাদেরী, হযরত মাওলানা আনাস হোসাইন রেজভী খতিব।
আরও বক্তব্য রাখেন  সদর কুমিল্লা কুতুব নগর আব্দুল হাকিম রেজভী, বুড়িচং মোঃ মিজানুর রহমান  রেজভী, কুমিল্লা সদর চান্দপুরের বিশিষ্ট শিল্পপতি  আব্দুস সালাম রেজভী প্রমুখ। এসময় রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের হাজার হাজার ভক্ত বৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট সমাজ সেবক মেহমানগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে ফকির বাজার মাশরা পশ্চিম পাড়ার জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে  মিলাদ মাহফিল দোয়া, আলোচনা সভা ও জশনে জুলুছ (মিছিল) বের করা হয়।
মাশরা পশ্চিম পাড়ার জামে মসজিদের সামনে থেকে একটি জশনে জুলুছ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিলাদ কেয়াম, তাবারক বিতরণ - আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী জাকির হোসেন এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন ইকবাল হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন ফকির বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু কাউসার, মাওলানা ফজলুল করিম,আলকাদেরী, মাওলানা ইব্রাহিম খলিল,  ডা. কামাল হোসেন সরকার, মোঃ মনিরুল ইসলাম বিডিআর, মোঃ শহীদুল ইসলাম, আবুল হাসেম, কাজী জামশেদুল আলম, মোতাহের হোসেন চৌধুরী, মেঃ সহিদ সরকার, মফিজুল ইসলাম খান, কাজী আদিলুর রহমান, কাউসার, পারভেজ, বিল্লাল হোসেন ও  জালাল উদ্দীন ভান্ডারী প্রমুখ।