ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণ পুলিশের নতুন ব্যারাক উদ্বোধন
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নতুন করে দীর্ঘ ১০ বছর পর পুলিশ ব্যারাক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ মডেল থানার ৩য় তলায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নব নির্মিত ১২ বেডের পুলিশ ব্যারাক উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বলেন, কুমিল্লা নগরীতে যানজট, মাদক, কিশোর গ্যাং এর দৌরাত্ম্য অনেকটাই কমেছে।আমরা আমাদের সন্তানদের কন্ট্রোলে রাখতে পারলে এই কিশোর গ্যাং অনেকটাই কমে যাবে। সদর দক্ষিণ মডেল থানাটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে হওয়াই থানাটি অনেকটাই গুরুত্বপূর্ণ। উপজেলার অনেকাংশে জুড়ে রয়েছে সীমান্ত এলাকা। যার ফলে মাদক খুব সহজলভ্য। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কাট করতে হবে। তিনি বলেন, সম্প্রতি দেখবেন চুরি, ডাকাতি বেড়ে গেছে। চোর ডাকতরা ও সমাজের লোক। তাদের চিহ্নিত করে তথ্য দিয়ে সহায়তা করতে বলেন। তিনি আরও বলেন, এখানে আধুনিক টয়লেট, কিচেন, ডাইনিং ও বসবাসের চমৎকার সুযোগ সুবিধা সম্বলিত ব্যারাকটি উদ্বোধনের ফলে আশাকরি থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রাজন কুমার দাস, সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হক মারুফ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলু, নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্রার পুতুল, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।