ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় নকল কীটনাশক বিক্রি করায় জরিমানা
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নকল কীটনাশক বিক্রির দায়ে এক দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে প্রচুর পরিমাণে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। যা দোকানের মালিক মানিক মিয়া দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে।