ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাকে বাঁচাতে মেঘনায় ঝাঁপ দেওয়া ছেলের খোঁজ মেলেনি
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া ছেলের খোঁজ মেলেনি। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে গজারিয়া নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযোন শুরু করে। তবে বিকাল পর্যন্ত নিখোঁজ ব্যক্তি উদ্ধার হয়নি।
গজারিয়া থানার উপ-পরিদর্শক ইজাজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে বিকাল পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।  
তিনি আরও জানান, ঘটনার পর থেকে নৌ-পুলিশ, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া পরিবারের সদস্যরাও ট্রলার নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন।
গজারিয়া নৌ-পুলিশ সূত্র জানায়, ঘটনার পর উদ্ধার অভিযানে নামে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল। তবে তীব্র স্রোত ও পানির গভীরতা বেশি থাকায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয়।
প্রসঙ্গত, সোমবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের চর-কিশোরগঞ্জ নামক এলাকায় ছেলের সঙ্গে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে লাফিয়ে পড়েন মা (৪২)। এ সময় মাকে বাঁচাতে ছেলেও মেঘনায় ঝাঁপ দেন। তবে মা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও সাঁতার না জানা ছেলে মেঘনায় ডুবে যান।