ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  দেবিদ্বারে মশাল মিছিল
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়েরের প্রতিবাদে মশাল মিছিল বের করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দেবিদ্বার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ এ কর্মসূচী পালন করে।
মশাল মিছিলটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে শুরু হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের স্বাধীনতা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল।  
মশাল মিছিল শেষে স্বাধীনতা চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপি নেতা দিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত  মামলা দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের রুখে দেয়া সম্ভব নয়।  
বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন তিলে তিলে তৈরী হয়েছে, উড়ে এসে জুড়ে বসেনি। যারা তাকে দমানোর চিন্তা করছেন এটা হবে বোকামী। অবিলম্বে  সাদ্দাম হোসেন, আমিনুল ইসলাম সুমনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলা উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল হক, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মুন্সি, প্রচার সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, পৌর যুবলীগের সহ সভাপতি মো. মোস্তফা, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি রাসেল খান, পৌর যুবলীগ নেতা কাজী সুমন, এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাতুল রহমান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন বাপ্পু, সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক মো. নুর উদ্দিন যুগ্ম আহ্বায়ক, আমির হোসাইন, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শুভ প্রমুখ।