আউট অব চিলড্রেন শিক্ষা কর্মসূচি শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 11:50:47 PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়িত চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির ২.৫ সাব কম্পোনেন্ট আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি সারাদেশের মত কুমিল্লা জেলার মহানগরী ও উপজেলা সমূহে বাস্তবায়িত হচ্ছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে কুমিল্লা জেলার আিরবান ও রুরাল অঞ্চলে ১১শ টি শিখন কেন্দ্র পরিচালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-সুপার ভাইজারগণের ১২দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক শিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, ব্যাক সমন্বয়ক জিয়াউদ্দিন আহমেদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক শেখ মোঃ নাজমুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রোগ্রাম অফিসার কুলসুম আক্তার, মনিটরিং অফিসার শাহিনুর ইসলাম। কুমিল্লা কেটিসিটি মিলনায়তনে প্রশিক্ষণে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং আদর্শ সদর উপজেলার ৭০ জন সুপারভাইজার ও শিক্ষক উপস্থিত ছিলেন। ১১ থেকে ২৬ অক্টোবর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে অনুষ্ঠানের সহায়ক সংস্থা ব্র্যাক শিক্ষা কর্মসূচি।