Published : Wednesday, 12 October, 2022 at 12:00 AM, Update: 11.10.2022 11:50:51 PM

মঙ্গলবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ইটাভাটায় কাজের সময় বজ্রপাতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ইটভাটায় কাজের সময় বজ্রপাতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শোলাগাড়ি এলাকার বকুলের ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল জানান।
স্থানীয়রা জানান, এলাকাটি গাইবান্ধার সাদুল্লাপুর এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের মো. বাদশার ছেলে নাজমুল (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের মো. সিরুল মিয়ার ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), মো. আয়নালের ছেলে রাশেদুল (২৪) এবং সোনাতলা কবুলপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৩৫)।
গুরুতর আহত মেহেদুল ইসলামের বাড়ি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের।
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তরিকুল ইসলাম বলেন, “ইটভাটায় কাজ করার সময় বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পাশের একটি টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন জন এবং চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পথে পীরগঞ্জে আরও একজন মারা যান।