রাজধানীর মৌচাক মোড়ে ওমান ফেরত মো. আবুল হোসেন (৪০) নামের এক প্রবাসী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা পয়সা লাগেজসহ সবকিছু হারিয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, আমরা তাকে মৌচাক মোড় থেকে উদ্ধার করেছি। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।
‘তার কাছে থাকা কাগজপত্র থেকে জানতে পারি সে আজই ওমান থেকে ঢাকায় এসেছেন। এয়ারপোর্ট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসার পথে মৌচাক মোড়ে তাকে সিএনজি থেকে ফেলে যায়। মৌচাক মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই সিএনজিতে তাকে কিছু খাইয়ে অচেতন করে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সবকিছু নিয়ে যায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার জ্ঞান ফিরলে সবকিছু জানা যাবে।’
তিনি আরও বলেন, ওই ব্যাক্তির বাড়ি চট্টগ্রাম জেলার রাগুনিয়া থানার কদমতলী গ্রামে। তার বাবার নাম মো. তাজুল হক।