ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাতিজার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ায় চাচাকে ‌‘পিটিয়ে হত্যা’
Published : Wednesday, 12 October, 2022 at 7:32 PM
ভাতিজার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ায় চাচাকে ‌‘পিটিয়ে হত্যা’বগুড়ার ধুনট উপজেলায় ভাতিজার সন্তান হওয়ার খবরে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আলমগীর শেখ (৪৫) নামে এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।

আলমগীর শেখ ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর মধ্যরাতে তার মৃত্যু হয়।

গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারমান মাসুদুল হক বাচ্চু জানান, ভাতিজা সজীবের সঙ্গে আলমগীর শেখের পারিবারিক বিরোধ ছিল। তাদের বাড়ি একই পাড়ায়। সজীবের স্ত্রীর কন্যাসন্তান জন্মের খবরে মিষ্টি নিয়ে যান আলমগীরের স্ত্রী। কিন্তু সজীবের বাড়ির লোকজন তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং মিষ্টি না নিয়ে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি ফিরে বিষয়টি আলমগীরকে জানান তিনি। রাত ৯টার দিকে সজীবের বাড়িতে যান আলমগীর। এরপর মিষ্টিসহ চাচিকে ফিরিয়ে দেওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলমগীরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন সজীব ও তার স্বজনরা। আহত অবস্থায় শজিমেক হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর ও সজীবের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।