ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের বিপক্ষে জয়ই লক্ষ্য বাংলাদেশের
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
ত্রিদেশীয় সিরিজে প্রতি ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে পেতেই এত পরীক্ষা-নিরীক্ষা। তাতে ভালো কিছু তো হলোই না। টানা তিন ম্যাচ হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। কাল শেষ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার খোঁজে জয় পেতে চাইছেন অধিনায়ক সাকিব আল হাসান।
টস হেরেও প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ২০৮ রানের পাহাড় গড়েছে। জবাবে বাংলাদেশ করতে পারে ১৬০ রান। ৪৮ রানের পরাজয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব কথা বলেছেন, ‘আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে, চেষ্টা করবো জিততে। ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং আপ টু দ্য মার্ক না হলেও মঙ্গলবারের ম্যাচে ব্যাটিংয়ের উন্নতি দেখা গেছে। যদিও সাকিবকে একাই লড়তে হয়েছে। ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিন নম্বর জায়গা ছেড়ে চার নম্বরে নেমে সাকিব ১৫৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার দারুণ ব্যাটিংয়ের পরেও দ্রুত কিছু উইকেট হারানোয় মোমেন্টাম নষ্ট হয়েছে। এছাড়া নিচের দিকে ব্যাটাররাও কার্যকরী কিছু করতে পারেননি। এই জায়গাতেই সমস্যা দেখছেন সাকিব, ‘আপনি রান করলে অবশ্যই ভালো অনুভব করবেন। অন্যদিনের চেয়ে পিচে ব্যাটিং করা সহজ ছিল। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ করেছে। পুরো ম্যাচ তাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা আরও ১৫/২০ রান করতে পারলে ভালো হতো। দ্রুত উইকেট হারানো আমাদের জন্য ক্ষতি বয়ে আনছে। আপনি যদি বিগত তিন ম্যাচ দেখেন, তাহলে দেখবেন কয়েক ওভারের মধ্যেই দ্রুত উইকেট হারিয়েছি। ফলে ম্যাচে ভালো অবস্থায় থেকেও আমরা ছিটকে গিয়েছি।’
এত পরীক্ষা-নিরীক্ষার পর সাকিব জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন দাঁড় করাতে পারবেন তারা, ‘আমাদের ইনিংস গড়ার দিকে মনোযোগ দিতে হবে। অবশ্য সেখান থেকে আমরা খুব দূরে নই।  কিছু জায়গা আছে, যেগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের দলটা কেমন হবে। সেরা কম্বিনেশন দাঁড় করানোর জন্য কিছু ছেলেকে দেখার চেষ্টা করছি।’