এভাবে সিলেট ছাড়ার কথা কল্পনা করেনি বাংলাদেশ
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
মেয়েদের
এশিয়া কাপে বাংলাদেশ অংশ নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। টুর্নামেন্ট
শুরুর আগে দেখছিল ঘরের মাঠে ট্রফি ধরে রাখার স্বপ্ন। তা ভেঙে চুরমার বাজে
পারফরম্যান্স আর বৃষ্টির কারণে, সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ।
ঘরের মাঠে খেলা হলেও এখন নিগার সুলতানা জ্যোতিরা দর্শক।
বুধবার দুপুর
২টায় টিম হোটেল ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২ টা ৫৫ মিনিটের বিমানে
সিলেট থেকে ঢাকার উদ্দেশে তাদের রওনা দেওয়ার কথা। কিন্তু এভাবে বিদায় চাননি
মেয়েরা।
দলের এক ক্রিকেটার রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের ঘরের মাঠে খেলা
ছিল, আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। শেষ ম্যাচ তো আমরা খেলতেই পারলাম
না। ভাগ্য আমাদের সহায় ছিল না। এভাবে চলে যেতে হবে, আগে ভাবিনি। সবারই খুব
কষ্ট হচ্ছে।’
থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নদের মতো শুরু
করেছিল বাংলাদেশ। পরের ম্যাচ পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ। ৭০ রানে
অলআউট হয়ে ৯ উইকেটে হার। মালয়েশিয়ার বিপক্ষে আবার ৮৮ রানের জয়ে ঘুরে
দাঁড়ালেও ভারতের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে দল। হার ৫৯ রানে। আর সবচেয়ে বড়
ধাক্কাটা খেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। বোলিংয়ে দুর্দান্ত করার পরও ব্যাট
হাতে ব্যর্থ। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের প্রয়োজনীয় লক্ষ্য অতিক্রম করতে
পারেননি জ্যোতিরা। এক ওভারে ৩ রানে ৪ উইকেট হারানো মাশুল তারা দেয় তিন রানে
হেরে।
শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট
থাইদের সমান ৬ হতো। রান রেটে এগিয়ে থাকায় এক প্রকার নিশ্চিত ছিল
সেমিফাইনাল। বৃষ্টি আর তা হতে দিলো কোথায়? ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার
সঙ্গে থাইল্যান্ড নিশ্চিত করে সেমিফাইনাল।