মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গলায় বাঁশ ঢুকে কিশোরের মৃত্যু
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গলায় বাঁশ ঢুকে সিয়াম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান শরাফতের ছেলে। সে উচাখিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিয়াম বাড়ি থেকে মোটরসাইকেলে করে উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের দিকে যাচ্ছিল। পথে লাটিয়ামারী বাজারে টমটম গাড়ি থেকে বাঁশ নামানো হচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে টমটমে থাকা বাঁশের শেষ অংশ সিয়ামের গলায় ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।