ইবতেদায়ি মাদরাসার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে। ইবতেদায়ি মাদরাসা ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবদান রয়েছে।
এসময় শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।