ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ছয়গ্রাম ৪ তলা বিশিষ্ট আলিম মাদ্রাসার নির্মাণ কাজ এগিয়ে চলছে
Published : Thursday, 13 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ  হারুন  ||
দেশব্যাপি বহুতল ভবন নির্মাণের অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের অন্তর্গত ছয়গ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। সরেজমিনে গিয়ে জানা যায়- ঐতিহ্যবাহী
ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, ছোটহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছয়গ্রাম ইসলাামিয়া আলিম মাদ্রাসাটি একই ক্যাম্পাসে ৩টি প্রতিষ্ঠান শিক্ষার আলো বিতরণে যুগ যুগ ধরে কাজ করে আসছে। সম্প্রতি দেশব্যাপি স্কুল, কলেজ ও মাদ্রাসায়
বহুতল ভবন নির্মাণের অংশ হিসেবে উক্ত মাদ্রাসাটি একটি ভবন নির্মাণের অনুমোদন পায়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা।
গতকাল মাদ্রাসার কাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও ৯ নং ওয়ার্ড কালীর বাজার আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও কালীরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান ও মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম আশা করছেন অচিরেই শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য তা উদ্বোধনের মাধ্যমে খুলে দেয়া হবে।