
পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ।পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ।
হুট করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। সিলেটে নারী এশিয়া কাপের ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, পেট ব্যথা অনুভব হওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনটা একদম বাজে কাটলো বিসমাহর। মেয়েকে নিয়ে মাঠে এলেও সাফল্য বঞ্চিত হয়েছেন। যদিও ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। তার আউটের পরই শেষ হয়ে যায় সব কিছু। পাকিস্তান ম্যাচ হেরেছে ১ রানে।
পরাজয়ের পরও মেয়েকে ড্রেসিংরুম থেকে বের করেছিলেন। সিলেটের সবুজ চত্ত্বরে কিছুক্ষণের জন্য বিসমাহর সঙ্গে হেঁটে বেড়ান ফাতেমা। এরপর ড্রেসিংরুমে ঢুকতেই অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের অধিনায়ক। সঙ্গে সঙ্গেই একটি প্রাইভেটকারে করে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানানো হয়েছে, ম্যাচের পর থেকেই পেটে সামান্য ব্যথা অনুভব করছিলেন বিসমাহ। এছাড়া বুকেও কিছু ব্যথা ছিল।