ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরগির ‘মালিকানা’ অস্বীকার
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:06:43 AM
মুরগির ‘মালিকানা’ অস্বীকাররণবীর ঘোষ কিংকর: ক্রোকারিজ দোকানে রাতভর ভাংচুরের তান্ডব চালানো ‘মুরগির’ মালিকা অস্বীকার করছেন মুক্তা মাহবুব। তবে নিজ দোকানের ভাড়াটিয়ার সাথে চরম দ্বন্দ্বের কথা অকপটে স্বীকার করে তীব্র ক্ষোভের কথাও জানিয়েছেন তিনি।
দুইদিন পর বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ওই ক্রোকারিজ দোকান থেকে ‘মুরগি’ নিতে আসেন মুক্তা মাহবুব এর শ্বাশুরী।
এদিকে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দোকান মালিক সমিতি, বণিক সমিতি ও বাজারের ইজারাদার সকলের কাছে বিচার চেয়েও কোন সমাধান পাচ্ছেন না। ব্যবসায়ী সমিতির একাধিক নেতৃবৃন্দ দোকান ভিটের মালিক মুক্তা মাহবুবকে ডেকেও সাড়া পাচ্ছে না।
বৃহস্পতিবার বিকেলে ওই মুরগিটির মালিকানা সম্পর্কে জানতে চেয়ে মুক্তা মাহবুব এর সাথে কথা বললে তিনি প্রথমে এমন কোন ঘটনা জানেন না বলেই এরিয়ে যান। এমনকি তার বাসায় কোন ‘মুরগি’ নেই বলে জানান। পরবর্তীতে তিনি এই প্রতিবেদকের সাথে সাক্ষাৎ করে বলেন, ‘দোকানের ভাড়াটিয়া অনেক বারাবারি করছে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে ভাড়াও দিচ্ছে না, মনে হচ্ছে দোকান ঘরটিও তার। গত দুই মাস পূর্বে আমি তার কাছে দোকানের ভাড়া চাইতে গেলে সে আমাকে দোকান থেকে বের করে দেয়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করার পর স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় নিষ্পত্তি হয়। তারপরও সে ভাড়া দিচ্ছে না’। কেন ভাড়া দিচ্ছে না এমন প্রশ্নে তিনি জানান, ‘কি জানি, কেন দিচ্ছে না। এডভান্সের টাকা জমা আছে, মেয়াদ শেষ হলে ভাড়ার টাকা কেটে দোকান থেকে বের করে দিব’।
‘মুরগি’র মালিকানা সম্পর্কে তিনি জানান, ‘আমি একটি কিন্ডার গার্টেন স্কুলে পড়াই। বাচ্চা-কাচ্চা নিয়ে সময় পাই না। মুরগি পালন করবো কখন। আমার শ্বাশুরী কয়েকটা মুরগি পালন করেন। সন্ধ্যার পর তো সবগুলো ঘরের ভিতরেই চলে আসে। তার দোকানে যাবে কি করে? আর ওই মুরগিটি কার কে জানে’।
এদিকে, বুধবার সকালে আটক করা ‘মুরগি’ নিয়েও বেশ বে-কায়দায় পড়েছেন দোকানি বসুদেব দত্ত। দোকানে রেখেই মুরগির পরিচর্যা করছেন তিনি। কিন্তু ‘মুরগি’ কার কাছে ফিরিয়ে দিবেন কিছুই বলতে পারছেন না। বৃহস্পতিবার সন্ধ্যার পর মুরগি নিতে আসেন মুক্তা মাহবুব এর শ্বাশুরী। এসময় ওই বৃদ্ধা জানান, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমি তো সবগুলো মুরগি খাজায় রেখেছিলাম। দোকানে আসলো কিভাবে আমি কিছুই জানি না।
অপরদিকে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চান্দিনা বাজারের দত্ত ক্রোকারিজ দোকানে ভাংচুর চালায় একটি মুরগি। এ ঘটনায় প্রথম থেকেই দোকান ভিটির মালিক এর উপর সন্দেহের তীর ছুরছেন ভাড়াটিয়া ব্যবসায়ী।  
ব্যবসায়ী বসুদেব দত্ত জানান, আমার দোকানে মুরগি প্রবেশ করার কোন সুযোগ নেই। আর মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত আমি দোকানেই ছিলাম। সকালে এসে দেখি আমার পুরো দোকান তছনছ করে দিয়েছে ওই মুরগি। পরবর্তীতে দেখতে পেলাম দোকানের উপরের অংশের একটি ফাঁকা স্থান যে স্থানটি আমি বক্স দিয়ে বন্ধ করে রেখেছিলাম ওই ফাকা স্থানটি দিয়ে ইচ্ছে করেই রাতে মুরগি প্রবেশ করায় দোকান মালিক মুক্তা মাহবুব। তিনি দীর্ঘদিনের দ্বন্দ্বের ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছেন।
চান্দিনা ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ হাসান মাসুম জানান, ঘটনার পর থেকে আমরা তাকে (মুক্তা মাহবুবকে) ডেকেছি কিন্তু তিনি কাউকে পাত্তাই দিচ্ছে না। এমনকি কারও কোন কথা কর্ণপাত করেন না। তারপরও আমরা চেষ্টা করে দেখছি বিষয়টি সমাধান করা যায় কি না।