ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী-শশুর পলাতক
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:06:54 AM
লাকসামে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী-শশুর পলাতকমো. হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার লাকসামে সিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নাগঝাটিয়া বড়বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিমা নাগঝাটিয়া দক্ষিণ পাড়ার দুবাই প্রবাসী সোহরাব মিয়ার মেয়ে। অভিযুক্ত রাসেল ও গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুল জলিলের ছেলে।
নিহতের মা রশিদা বেগম জানান, সিমা আক্তারের স্বামী রাসেল হোসেন (৩০) দুবাই থেকে ১০/১২ দিন আগে দেশে আসে। সে ঐ দেশে আরেকটি বিয়ে করেছে এমন কথা শোনার পর সিমা রাসেলকে জিজ্ঞাসা করলে তাকে অমানুষিক নির্যাতন করে। বুধবার সকালেও তাকে মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে অচেতন হয়ে পড়লে রাসেল ও তার মা সিমাকে মুদাফরগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে কুমিল্লা নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিমার মা আরো বলেন, আমার মেয়ের সাথে ৩ বছর আগে রাসেলের বিয়ে হয়। বিয়ের সময় রাসেলকে এক লাখ এবং দুবাই যাওয়ার জন্য আরও একলাখ টাকা যৌতুক দেয়া হয়। পরকীয়ায় বাধা ও যৌতুকের দাবিতে এর আগেও সিমার স্বামী ও পরিবারের লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতনের মাধ্যমে সিমাকে হত্যা করা হয়। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে, রাসেলের মা রাবেয়া বেগম জানান, শুনেছি সিমা বিষ খেয়েছে। বেলা ১২টার দিকে রাসেল আমাকে ফোন দিলে আমি স্কুল থেকে এসে দেখি রাবেয়া ছটফট করছে। তাৎক্ষণিক মুদাফরগঞ্জ বাজারের জেনারেল হসপিটালে নিয়ে যাই। তারা সেখানে না রাখায় কুমিল্লা নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ওদিকে, গৃহবধূ সিমা আক্তারের মৃত্যুর পর থেকে তার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। সন্ধ্যায় লাকসাম থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘটনাস্থলে আসা লাকসাম থানার উপপরিদর্শক ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।