Published : Friday, 14 October, 2022 at 12:00 AM, Update: 14.10.2022 1:08:04 AM

ডেঙ্গুতে
২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৬৫ জন নতুন রোগী চিকিৎসার জন্য
বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এক দিনে এত মৃত্যু ও আক্রান্ত এ বছর আর
হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যে বলা
হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা
দেশে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু
হলো ৮৩ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৭৬৫ জন নতুন রোগী
হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ২৬৮ জন
ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা
দাঁড়াল ২৩ হাজার ২৮২।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু
কক্সবাজার জেলায়। দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের এই জেলায় এ বছর ১ হাজার ৩৮৩
জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ২১ জন।