ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কিউইদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের বড় সাফল্য। নিউজিল্যান্ডকে তাদেরেই মাঠে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাবর আজমরা। ফলে কুড়ি ওভারের বিশ্ব আসরে নামতে যাচ্ছে তারা আত্মবিশ্বাসের জ্বালানি নিয়ে।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আগে বাংলাদেশ ও কিউইদের নিয়ে আয়োজিত এই লড়াইয়ে বাবরা ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলো ফাইনালের মঞ্চে। কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরি নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছিল ১৬৩ রান। এই লক্ষ্য মোহাম্মদ নওয়াজ-হায়দার আলীর ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩ বল আগেই টপকে যায় পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ১২ রানে ফিরে যান ওপেনার ফিন অ্যালেন। ঝড়ো ব্যাটিংয়ে তিনি শুরু করলেও প্রথম ওভারেই বিদায় নেন। নাসিম শাহর শিকার হওয়ার আগে ৬ বলে করেন ১২ রান। আরেক ওপেনার ডেভন কনওয়ে (১৪) হারিস রউফের শিকার।
ওপেনারদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন অধিনায়ক উইলিয়ামসন। ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় কিউইরা। এছাড়া গ্লেন ফিলপস ২২ বলে ২৯, মার্ক চ্যাপম্যান ১৯ বলে ২৫ ও জিমি নিশাম ১০ বলে করেন ১৭ রান।
পাকিস্তানের সবচেয়ে সফল বোলার রউফ। এই পেসার ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ২ উইকেট। নাসিম ৪ ওভারে ৩৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ধারাবাহিক শুরুটা হয়নি। ওপেনিংয়ে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান জুটি বেশিক্ষণ টিকেনি। মাইকেল ব্রেসওয়েলের শিকার হয়ে বাবর ১৪ বলে ১৫ রান করে বিদায় নেন। এরপর শান মাসুদকে নিয়ে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান রিজওয়ান। কিন্তু মাসুদের প্রতিরোধও ভাঙে ব্রেসওয়েলের বলে। ২১ বলে তার ব্যাট থেকে আসে ১৯ রান। খানিক পর রিজওয়ানও ধরেন প্যাভিলিয়নের পথ। ব্যাটে বসন্ত চলা এই উইকেটকিপার ব্যাটার ২৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৪ রান।
৭৪ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানের জয় নিশ্চিত করেন নওয়াজ। চার নম্বরে নামা বাঁহাতি ব্যাটার ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। এছাড়া অবদান আছে হায়দারের। ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষ দিকে ইফতিখার আহমেদ ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ২৫ রানে।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ব্রেসওয়েল। সিরিজসেরার পুরস্কার জেতা এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।