ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহতের ঘটনায় গ্রেফতার ২
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
রাজধানীর মিরপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক সাইমন নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও ১১শ’ টাকা জব্দ করা হয়।
রাজধানীর মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর-১ থেকে বাসায় ফেরার পথে সাইমন ও তার বন্ধু রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন তাদের বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন। ছবি মিলিয়ে দেখার কথা বলে ছিনতাইকারীরা সায়মন ও হৃদয়কে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায়। সাইমনকে একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা সাইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানা মামলা করেন।
উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা বলেন, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসের চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে মিরপুরের একটি পোশাক কারখানায় পোশাক শ্রমিকের কাজ শুরু করেন। ঘটনার দিন প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় যান। তার সঙ্গে ছিলেন রাব্বি ও হৃদয়।